• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাড়ছে শীত, ফরিদপুরে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪, ০৮:৪৮ পিএম
বাড়ছে শীত, ফরিদপুরে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

তীব্র শীতের কারণে বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জানুয়ারি) দুই দিন ফরিদপুরে প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেব নাথ এ তথ্য জানিয়েছেন।

এদিন সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে সোমবার (২২ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস।

ফরিদপুর জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল জানান, আবহাওয়া অধিদপ্তরের তথ্য নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়। জেলার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

Link copied!