শীতে কাঁপছে নওগাঁ। জেলার বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ রাত থেকে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ রোববার রাত থেকে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।’
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বুলেটিনে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।