উত্তরের জনপদ পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। একইসঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বইছে হিমেল হাওয়া, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। এতে রোববারের (১৯ জানুয়ারি) তুলনায় সোমবার (২০ জানুয়ারি) কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও নাকাল অবস্থা বিরাজ করছে মানুষের জীবনে। অপরদিকে কুয়াশার কারণে সড়কে যানবাহানগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
সোমববার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ রেকর্ড করা হয়।
রোববার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এর আগে শনিবার (১৮ জানুয়ারি) একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, চলতি মাসে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ বিরাজ করায় নাকাল হয়ে পড়েছে মানুষের জীবন। লোকজন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। ঘরে ফিরছে সন্ধ্যা গড়ার সঙ্গে সঙ্গে।
এদিকে সূর্যের মুখ দেখা মিললেও মাঝে মধ্যে ছড়াতে পারছে না উত্তাপ। এতে রোদের প্রখরতা কম লক্ষ করা গেছে।