• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, আড়ায় ঝুলছিলেন স্বামী


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৯:১৮ পিএম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, আড়ায় ঝুলছিলেন স্বামী

সাভারের আশুলিয়ায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ মে) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকার ফজলুল করিমের মালিকানাধীন বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন পটুয়াখালী জেলার সদর থানার পাইকা গ্রামের মৃত হাকিম আলীর ছেলে রুহুল আমীন (৩৫) ও তার স্ত্রী মনি আক্তার (২৬)। রুহুল আমীন পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ও মনি আক্তার গৃহিণী।  

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাসুদুর রহমান বলেন, “রুহুল-মনি দম্পতির উভয়ের এটা দ্বিতীয় বিয়ে ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ বারান্দার গ্রিলে তালা দেওয়া ছিল। কিন্তু ঘরের দরজা খোলা ছিল। বিকেলের দিকে বিছানার ওপর স্ত্রী মরদেহ পাওয়া যায়। অন্যদিকে স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মাসুদুর আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Link copied!