• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

স্ত্রী ফিরে এসে দেখলেন ঘরে স্বামীর অর্ধগলিত মরদেহ


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৮:০২ পিএম
স্ত্রী ফিরে এসে দেখলেন ঘরে স্বামীর অর্ধগলিত মরদেহ

ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজ বাড়ি থেকে মো. নুরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলার রোড ছিট চিলারং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুরুল ইসলাম ওই এলাকার মৃত বসির উদ্দিনের ছেলে। তিনি ঠাকুরগাঁও রোড সুগার মিলের অবসরপ্রাপ্ত একজন শ্রমিক ছিলেন।

নুরুল ইসলামের স্ত্রী রুপ্তন নেছা বলেন, “আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি প্রতিদিন ইনহেলার নিতেন। আমাদের একটি মাত্র ছেলে সন্তান। সেও পড়াশোনার জন্য রংপুর থাকে আর আমি চাকরির সুবাদে পীরগঞ্জে থাকি। ৯ দিন আগে বাড়ি এসে স্বামীর সঙ্গে দেখা হয়েছিল আমার। তারপর থেকে আর দেখা হয়নি । আজকে এসে দেখি তার গলিত মরদেহ ঘরে পরে আছে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। তিনি একাই ওই বাড়িতে থাকতেন। গত শনিবারের (২২ জুন) পর থেকে তার খোঁজ আর কেউ নেননি। ওই দিনের পর থেকে যে তার মৃত্যু কবে হয়েছে তা বলা যাচ্ছে না। দেহে পচন ধরেছে। আমরা ঘটনাস্থলে এসে মরদেহের পাশে ইনহেলার পেয়েছি।”

ওসি আরও বলেন, “মরদেহ দেখে প্রাথমিকভাবে হত্যা মনে করছি না। অসুস্থজনিত কারণে হয়তো তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” 

Link copied!