নিজাম উদ্দিন বিশ্ব মারকাযের (সাদপন্থী) শীর্ষ নেতা জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন ডাবলমুরিল থানা পুলিশ জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত জানিয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম (জোবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
গ্রেপ্তার জিয়া বিন কাশেম টঙ্গী পশ্চিম থানায় জোবায়েরপন্থিদের দায়ের করা হত্যা মামলার ৬ নং আসামি বলে জানা গেছে।
এ প্রসঙ্গে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, জিয়া বিন কাশেমকে এখনো টঙ্গী পশ্চিম থানার কাছে হস্তান্তর করা হয়নি।