চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) রাউজান উপজেলায় এবং পরদিন (সোমবার) নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাইক হাতে পুলিশকে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।
এ-সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পুলিশ কর্মকর্তাদের বলতে শোনা যায়, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে কেউ বড় না। যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে তার পরিণতি সাজ্জাদের মতো হবে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন বলেন, অভিযানের সময় সাজ্জাদকে দেখতে লোকজন জড়ো হয়ে গিয়েছিল। তাদের সরাতে মাইকিং করা হয়েছে।
গত ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেট কারে দুর্বৃত্তের গুলিতে মো. আব্দুল্লাহ ও মো. মানিক নামে দুজন নিহত হয়। এই জোড়া হত্যাকাণ্ডেও পরিকল্পনাকারী হিসেবে কারাগারে থাকা সাজ্জাদের নাম ওঠে আসে।