রংপুর সিটিকে তিলোত্তমা নগরী গড়ে তুলতে নগরবাসীর কাছে নৌকায় ভোট চেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডালিয়া বলেন, “উন্নয়ন সম্ভাবনাময় রংপুরে দীর্ঘদিন ধরে সরকার দলীয় কোনো প্রার্থী না থাকায় পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। তাই রংপুরবাসী উন্নয়নের স্বার্থে এবার নৌকা মার্কায় ভোট দেবেন।”
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আতিক ঊল আলম কল্লোলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।