ভারী বৃষ্টিতে সিলেট নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সোমবার (১০ জুন) ভোর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
উপশহর এলাকার বাসিন্দা আনোয়ার চৌধুরী বলেন, সামান্য কিংবা বেশি বৃষ্টি হলেই উপশহর এলাকার বিভিন্ন ব্লক পানিতে তলিয়ে যায়। আজ সকালের বৃষ্টিতেও উপশহরের বিভিন্ন রাস্তা তলিয়ে গেছে। কিছু বাসায়ও পানি ঢুকেছে।
জলাবদ্ধতার বিষয়ে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, এটাকে ঠিক জলাবদ্ধতা বলা যাবে না। প্রচুর বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় পানি জমেছে। এ ছাড়া পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীও টইটম্বুর। এতে নগরে প্রবাহিত ছড়া ও খাল দিয়ে পানি গিয়ে নদীতে মিশতে পারছে না। তাই বৃষ্টিতে নগরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ছে।
এর আগে ২ জুন রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরজুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। তখন অধিকাংশ এলাকার পানি পরদিন নেমে যায়। তবে অন্তত ১২টি এলাকার পানি নামতে বেশ কিছুদিন সময় লেগেছিল।