• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে, নিহত ১


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ০৮:১১ এএম
মুহুরী নদীর বেড়িবাঁধ  ভেঙে পানি ঢুকছে লোকালয়ে, নিহত ১
পাহাড়ি ঢলে মুহুরী নদীর বেড়িবাঁধের ৩টি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ছবি : সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলায় দুই দিনের ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সদরের মুহুরী নদীর বেড়িবাঁধের চারটি স্থান ভেঙে গেছে। এতে লোকালয়ে ঢুকছে পানি। কয়েক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ফুলগাজী বাজারে পানি বাড়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে বাঁধ উপচিয়ে ফুলগাজী বাজারে পানি প্রবেশ করে। দোকানে পানি ঢুকে যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলার দক্ষিণ শালধর এলাকার জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাঁধের একটি অংশে ভাঙনের দেখা দিয়েছে। এতে মালিপাথর, নিলক্ষ্মী এবং পাগলিরকুল এলাকা প্লাবিত হচ্ছে।

এদিকে, সোমবার রাতে নদীতে মাছ ধরতে গিয়ে তালতলা নামক স্টিল ব্রিজের ওপর পা পিছলে নদীতে পড়ে মামুন (২২) নামের এক তরুণ মারা গেছেন। মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নান ছেলে। রাত সাড়ে ১১ টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মামুনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ পরিবারের কাছে রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন, উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে প্রায় দুই ফুটের বেশি ওঠে গেছে। দৌলতপুর এলাকায় বেড়িবাঁধের তিনটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে দৌলতপুর থেকে জগতপুর পর্যন্ত বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, নদীর পানি এখনো বাড়ছে। রাত ১টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত ফুলগাজীর তিনটি ও পরশুরামের একটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। বাঁধের বিভিন্ন অংশে ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বাড়লে বাঁধের আরও কয়েকটি অংশে ভাঙনের শঙ্কা রয়েছে।

এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানিতে ফুলগাজী বাজার ও লোকালয় প্লাবিত হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় শুকনো খাবারসহ অন্যান্য সকল প্রস্তুতি রয়েছে বলে জানান ইউএনও। 

Link copied!