• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষার্থীদের আলো দেখাতে চাই: পাবিপ্রবি ভিসি


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৫:৩৪ পিএম
শিক্ষার্থীদের আলো দেখাতে চাই: পাবিপ্রবি ভিসি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. হাফিজা খাতুন শিক্ষার্থীদের সামনে আলো দেখানোর কাজ করছেন দাবি করেন বলেন, “তাদের আমি স্বপ্ন দেখাচ্ছি। তাদের মধ্যে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করছি। যাতে আত্মবিশ্বাসী হয়ে নিজেরা শিক্ষার গুরুত্ব অনুধাবন করে নিজেকে গড়তে পারে। দেশের জন্য, নিজের জন্য, ভবিষ্যৎ পৃথিবীর জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। এ জন্য যথাযথ পরিবেশ সৃষ্টিসহ শিক্ষার্থীদের সব সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাফিজা খাতুন বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শিক্ষার দিক থেকে প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। শিক্ষার গুণগত মানবৃদ্ধি, গবেষণাগার বৃদ্ধি, শিক্ষার্থীদের শিক্ষা এবং শিক্ষাসহায়ক সুযোগ সুবিধা বৃদ্ধি এবং শিক্ষকদের আবাসন সংকটের লক্ষ্যে আমরা কাজ করছি। যুগোপযোগী আরও ১৩টি বিভাগ খোলা হবে। অটোমেশনের কাজ এগিয়ে চলছে। জায়গা সম্প্রসারণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সেশনজট নিরসনের জন্য সব বিভাগের পরীক্ষা একসঙ্গে নেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কর্মকাণ্ড পরিচালনা করছি।”

দেশের পণ্ডিত ব্যক্তিদের এনে সভা-সেমিনার করা হচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রাণ ফিরে এসেছে বলে দাবি তার।

বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সমালোচনা আমাকে সমৃদ্ধ করবে। পাবনার প্রতিষ্ঠান হিসেবে সাংবাদিকরা গঠনমূলক সমালোচনা করবেন। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ারও জন্য তাদেরও অনেক দায়িত্ব রয়েছে।”

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, ট্রেজারার অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর কামাল হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার কামরুল হাসান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সংবাদপত্র পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, প্রথম আলো ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস, মাছারাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ উৎপল মির্জা, রাজিউর রহমান রুমি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নির্বাচনে বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানানো হয়।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!