• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শকুনগুলো মাথাচাড়া দিয়ে উঠছে : মির্জা আব্বাস


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৭:৪৯ পিএম
শকুনগুলো মাথাচাড়া দিয়ে উঠছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদ জিয়াউর রহমান বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আজকে আমরা খেয়াল করছি, ভেতরের শকুনগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। বাইরের শকুনগুলো ওঁত পেতে আছে।”

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু। 

মির্জা আব্বাস বলেন, “শহীদ জিয়াউর রহমান একজন ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব মানুষ ছিলেন। এই ক্রীড়া জগৎ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। ঢাকা শহরে থেকে থেকে গ্রামীণ পরিবেশের খেলাধুলা ভুলে যেতে শুরু করেছিলাম কিন্তু ভাগ্যক্রমে লালমনিরহাটের যে আয়োজন এটি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। সত্যিই আমরা অনেক মুগ্ধ আশ্চর্য হয়েছি।”

তিনি বলেন, “যারা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তাদের এই চেষ্টা কখনোই সফল হবে না। আমাদের নেতা তারেক রহমান। তিনি সুদূর লন্ডন থেকে আমাদের পরিচালনা করছেন। তার সুদূর নেতৃত্বে আমরা উচ্চতায় যাব।”

Link copied!