রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ সাড়ে চারটায় শেষ হওয়ার কথা থাকলেও বেশিরভাগ কেন্দ্রেই শেষ হয়নি। ইভিএমে ধীরগতির কারণে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত ভোটগ্রহণ কার্যক্রমের নির্ধারিত সময় পার হলেও অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে।
সাড়ে চারটার পরও নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের লম্বা লাইন। অনেক ভোটার সময় বিলম্ব হওয়ার কারণে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে ক্ষোভ জানিয়ে বাড়ি চলে যান।
রংপুর সিটি করপোরেশনের এবারের নির্বাচনে ২২৯টি কেন্দ্রে ইভিএম এ ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শেষে জেলা শিল্প কলা একাডেমিতে ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২১টি কেন্দ্রে বেসরকারিভাবে লাঙ্গল ১২ হাজার ৬১২, হাতি ৫ হাজার ১০৯ এবং নৌকা পেয়েছে ৩ হাজার ৯৮৬ ভোট। এখনো ১৯টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।