বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রথম ৩ ঘণ্টায় প্রায় ২২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন করিব।
সোমবার (১২ জুন) বেলা সোয়া ১১টায় গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
মো. হুমায়ুন করিব বলেন, ভোট শুরুর পর প্রথম ২ ঘণ্টায় সকাল ১০টা পর্যন্ত মোট ভোটের ১৫ দশমিক ৯৬ শতাংশ পড়েছে। এরপর পরের ঘণ্টায় তা বেড়ে ২২ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। ভোট পড়ার হার আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এবার প্রথম ইভিএমে ভোট হচ্ছে সব কেন্দ্রে। তাই ভোট গ্রহণে ধীরগতি রয়েছে। ভোটাররা ইভিএমে অভ্যস্ত না হওয়ায় শুরুতে ধীরগতি ছিল। বিশেষ করে, নারী ভোটকেন্দ্রগুলোয় এবং বৃদ্ধদের ভোট দিতে বেশি সময় লাগছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ।
বরিশাল সিটি করপোরেশনের এই নির্বাচনে ১২৬টি কেন্দ্রের সব কটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। এই সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ আর নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। ৩০টি ওয়ার্ডের ৮৯৪টি ভোটকক্ষের প্রতিটিতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।