• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিজ উদ্যোগে সড়ক উন্নয়নে কাজ করছেন গ্রামবাসী


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৮:৪৬ পিএম
নিজ উদ্যোগে সড়ক উন্নয়নে কাজ করছেন গ্রামবাসী

জয়পুরহাটের কালাইয়ের পুনট ইউনিয়নে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক উন্নয়ন কাজ করছেন স্থানীয়রা।

সোমবার (১৪ অক্টোবর) সকালে পুনট ইউনিয়নের রাধানগর গ্রামে অধ্যক্ষ আব্দুল করিমের নেতৃত্বে গ্রামের শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে প্রায় ৩০০ ফিট কাঁচা রাস্তায় ইট বিছানোর কাজ শুরু করেন।

এলাকাবাসী জানান, রাধানগর এলতা, ইমামপুর, হাটশেখা আদর্শগ্রামসহ গ্রামের প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। তবে কাঁচা রাস্তা হওয়ার কারণে প্রায় ৫০ বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।

তারা আরও জানান, কাঁচা রাস্তাটি বর্ষায় কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের।

Link copied!