• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

দাখিল পরীক্ষায় মোবাইল দেখে উত্তর লেখার ভিডিও ‘ভাইরাল’


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০১:৫৮ পিএম
দাখিল পরীক্ষায় মোবাইল দেখে উত্তর লেখার ভিডিও ‘ভাইরাল’
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

বরগুনায় দাখিল পরীক্ষার এক কেন্দ্রে মোবাইল ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার জ্বর উঠেছে স্থানীয়দের মধ্যে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে পরীক্ষার সময় ধারণ করা ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ঘটনাটি ঘটে বরগুনা সদর উপজেলার দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) হাদীস শরীফ বিষয়ের পরীক্ষায় ওই কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী মোবাইল ব্যবহার করে উত্তর লিখছিলেন। এ সময় পরীক্ষার হলেই ভিডিও ধারণ করা হয়, যাতে দেখা যায় পরীক্ষার্থীরা মোবাইল থেকে দেখে দেখে উত্তর লিখছেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, এক পরীক্ষার্থী নিজের উত্তরপত্র ভিডিও করছেন। তিনি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত ভিডিও ধারণ করেন। একই ভিডিওতে আরও কয়েকজন পরীক্ষার্থীকে মোবাইল হাতে নিয়ে উত্তর লেখতে দেখা যায়। সেখানে দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষককেও দেখা গেছে।

এ বিষয়ে কেন্দ্রের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মুহাম্মদ মামুন অর রশিদ বলেন, “মাদ্রাসায় কিছুদিন আগে একটি সমস্যা হয়েছিল। একটি চক্র আমাকে হেয় করতে এই কাজ করেছে। আমরা পরীক্ষা শুরুর আগে প্রতিটি পরীক্ষার্থীকে চেক করে হলে প্রবেশ করাই। প্রয়োজনে আমি কেন্দ্রসচিবের দায়িত্ব ছেড়ে দিয়ে তদন্তে সহযোগিতা করব।”

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, “মোবাইল ব্যবহার করে পরীক্ষা দেওয়ার ভিডিওটি আমি দেখেছি। এটি তদন্তসাপেক্ষ বিষয়। তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে বিধি মোতাবেক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!