মধ্যরাতে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৯:৩৪ এএম
মধ্যরাতে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীর হাতিয়ায় সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলীর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পৌরসভার ওছখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে, রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ মানুষজন ওছখালী বাজারে জড়ো হন। সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা মোহাম্মদ আলীর বাড়ির দিকে রওনা দেন। তারা ভাঙচুরের জন্য এগিয়ে আসতে চাইলে স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় সেখানে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, গত বছরের ১০ আগস্ট রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক এমপি আয়েশা ফেরদাউস ও তাদের বড় ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিকে হেফাজতে নেয় নৌবাহিনী। তারপর ১২ আগস্ট থেকে স্ত্রী-ছেলেসহ কারাগারে আছেন হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।

Link copied!