ঊর্ধ্বমুখী আটা ময়দা চালের দাম


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৯:৫৫ পিএম
ঊর্ধ্বমুখী আটা ময়দা চালের দাম

দাম বাড়ানোর দুই সপ্তাহ পরও বাজারে কাটেনি চিনির সংকট। এছাড়াও ঊর্ধ্বমুখী আটা ও ময়দার দাম। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নওগাঁর বাজার ঘুরে এমন চিত্র চোখে পড়ে।

এদিকে মাসের মাঝপথে এসে কমেছে মুরগির দাম। তবে স্থিতিশীল ডাল, তেলের বাজার। এছাড়া কয়েক সপ্তাহ পর স্বস্তির দেখা মিলেছে মোটা চালে।

উচ্চমূল্যের চালের বাজারে দুই সপ্তাহ স্থিতিশীল থাকার পর দুই-তিনদিন ধরে কেজিতে ৩/৪ টাকা কমেছে মোটা চালের দাম। তবে, এ স্বস্তি উবে গেছে সরু চালের দাম বৃদ্ধির উত্তাপে। মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে ২-৫ টাকা পর্যন্ত।

গত এক মাসে তিন দফা বেড়ে আটার দাম প্রতি কেজি ৭৫ টাকায় ঠেকেছে। বাজারে দুই কেজি ওজনের প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

ব্রয়লার মুরগি এখন প্রতিকেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর প্রভাবে কিছুটা কমেছে সোনালি মুরগির দামও। কেজিপ্রতি সোনালি মুরগির দাম পড়ছে ২৬০ থেকে ২৮০ টাকা। যা গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ টাকা কম।

নওগাঁর পাইকারি বাজার ও খুচরা পর্যায়ের ডিম ব্যবসায়ীরা জানান, এখন পাইকারিতে প্রতি ডজন বাদামি রঙের ডিমের দাম ১১০ টাকা। খুচরা ব্যবসায়ীরা হালিপ্রতি ডিমের দাম রাখছেন এখন ৪০ টাকা। এতে প্রতি ডজনের দাম দাঁড়ায় ১২০ টাকা। এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে কমেছে ২০ থেকে ২৫ টাকা।

বেশ কয়েক সপ্তাহ ধরেই চাহিদার তুলনায় পর্যাপ্ত যোগান থাকায় দামের স্বস্তি রয়েছে সবজির বাজারে।

 

Link copied!