নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তা ইসলাম (২২) নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলি করে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি ভাঙচুর করা হয়েছে ইউপি চেয়ারম্যানের বাড়িতে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের বাসিন্দা ও ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেলের চাচাতো ভাই শাকিলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই শ্রীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেল ও সোহেল ভোন্ডারের মধ্যে বিরোধ ছিল। শুক্রবার দুপুরে সোহেল ভেন্ডারের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এসময়ে চেয়ারম্যানকে না পেয়ে তাদের পরিবারের ওপর গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওই নারী। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ।
আদিল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।