• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএনও‍‍`র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৮:৩৬ পিএম
ইউএনও‍‍`র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

ফরিদপুর সদর উপজেলার একটি গ্রামে ইউএনও‍‍`র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী এ বিয়ে বন্ধ করেন। একই সঙ্গে ১৮ পূর্ণ হওয়ার আগে মেয়ের বিয়ের আয়োজন করবেন না মর্মে বাবা ও মায়ের মুঁচলেকা নেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্সসহ ছুটে যাই ঘটনাস্থলে। তাৎক্ষণিক বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে স্কুলছাত্রীর মা ও বাবার মুচলেকা নেওয়া হয়।

Link copied!