অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মাদারীপুরে একটি আবাসিক ভবন থেকে চার নারী ও পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পৌর কমিউনিটি সেন্টারের পাশে ‘আকন্দ ভিলা’ থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে ভবনটির তৃতীয় তলায় কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কার্যকলাপ চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারীসহ মোট নয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বুধবার আদালতে পাঠানো হবে।