ঠাকুরগাঁও পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ও শনিবার (৪ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পীরগঞ্জ পৌর শহরের ভেলাতৈড় ভদ্রপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে মুক্তারুল ইসলাম এবং নিহত মুক্তারুলের ভাতিজি ও মিত্রবাটী এলাকার তোয়াবুর রহমানের স্ত্রী তোজাম্মিন শাহনাজ রেবু।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে পৌর শহরের জামতলি এলাকায় রাস্তা পারপারের সময় একটি মোটরসাইকেল মুক্তারুল ইসলামকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা মোটরসাইকেল চালক সৌরভ ও বৃদ্ধ মুক্তারুল ইসলামকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মুক্তারুলের শারিরীকি অবস্থা বেগতিক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে শনিবার সকালে চাচার মৃত্যুর খবর শুনে দেখতে যাওয়ার সময় মিনিবাসের ধাক্কায় তোজাম্মিন শাহনাজ রেবু নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, তোজাম্মিন শাহনাজ রেবুসহ তার পরিবারের সদস্যরা চার্জারভ্যানে ভেলাতৈড় যাচ্ছিলেন। এ সময় পীরগঞ্জ থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস চার্জার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শাহনাজ রেবু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও তিনজন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।