• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

২ পর্বের ইজতেমা কার অধীনে হবে, বৈঠকে সিদ্ধান্ত নিলেন ওলামারা


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১০:০৫ এএম
২ পর্বের ইজতেমা কার অধীনে হবে, বৈঠকে সিদ্ধান্ত নিলেন ওলামারা
বিশ্ব ইজতেমা। ছবি : সংগৃহীত

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের অধীনেই বিশ্ব ইজতেমার ২ পর্ব অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ওলামা মাশায়েখ।

বুধবার (২২ জানুয়ারি) রাতে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

হাবিবুল্লাহ রায়হান জানান, বুধবার ঢাকার উত্তরায় দিয়াবাড়ির একটি মাদ্রাসায় ওলামা মাশায়েখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং দেশ বিদেশের অতিথিদের সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সাদপন্থীদের নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে ২৫ জানুয়ারি পূর্ব নির্ধারিত ওলামা সম্মেলন স্থগিত করা হয়েছে। এ ছাড়া শুরায়ে নেজামের মুরব্বিদের তত্ত্বাবধানে আসন্ন বিশ্ব ইজতেমা ২ পর্বে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, ইজতেমায় অংশগ্রহণ করার জন্য ৬৪ জেলাকে ভাগ করে দেওয়া হবে। ২ পর্বে শুরায়ে নেজামের সাথীরা ইজতেমায় অংশগ্রহণ করবেন, সেই সঙ্গে বিদেশি মেহমানরাও থাকবেন। বিদেশি মেহমানরা ইতোমধ্যে ইজতেমার উদ্দেশ্যে দেশে আসতে শুরু করেছেন। সারা দেশ থেকে দাওয়াত ও তাবলীগের সাথীসহ দ্বীন দরদী অগণিত মুসল্লী ইজতেমায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইজতেমার কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইজতেমা ময়দানের মাঠ প্রস্তুত করার জন্য তাবলীগের সাথী ও ধর্মপ্রাণ মুসল্লিরা কাজ করে যাচ্ছেন।

উবাইদুল্লাহ ফারুকের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মুফতী নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাযহারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

Link copied!