• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ দুই যুবক আটক


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৭:১০ পিএম
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ দুই যুবক আটক

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষও উদ্ধার করা হয়।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর এ তথ্য জানিয়েছেন। এর আগে এদিন দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সুলতানপুরের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও শেখ শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১)।

এএসপি ফয়সাল তানভীর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটে। শনিবার লুট হওয়া সেই অস্ত্র বিক্রির উদ্দেশে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই যুবককে আটক করা হয়। পরে আটকদের দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির রান্না ঘরের ভেতরে মাটি খুড়ে পুতে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সঙ্গে থানায় পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষও উদ্ধার করা হয়।

Link copied!