• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৭:২২ পিএম
বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে ৭ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনগুলোতে তল্লাশি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আরিফ হোসেন সরকার আদর (১৯) এবং লক্ষ্মীপুর জেলার সদর থানা এলাকার আলাদাতপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আহসান হাবীব শ্রাবন (২০)।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Link copied!