দুই উপজেলার ছাত্রদলের কমিটি বিলুপ্ত


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৮:০৮ পিএম
দুই উপজেলার ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। শিগগিরই ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।  

Link copied!