• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

দুই ট্রাকের সংঘর্ষ, পুড়ে মারা গেলেন হেলপার


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৩:০৫ পিএম
দুই ট্রাকের সংঘর্ষ, পুড়ে মারা গেলেন হেলপার

সিলেটের মোগলাবাজারে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁ আবাসিক এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একটি ট্রাকে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ট্রাকের হেলপার নিহত হন।

রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম সবুজ (২০)। তার বাড়ি চুয়াডাঙ্গায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মোগলাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পাশাপাশি ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর কাজ করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, সকালে খুব বেশি কুয়াশা থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর একটি ট্রাকে আগুন ধরে যায়। হেলপার সম্ভবত ট্রাকে ঘুমিয়ে ছিলেন। সেখানে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Link copied!