• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘুষ নেওয়ার অভিযোগে দুই এসআইকে প্রত্যাহার


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০১:৫১ পিএম
ঘুষ নেওয়ার অভিযোগে দুই এসআইকে প্রত্যাহার

সিরাজগঞ্জ সদর উপজেলার ভাঙারি ব্যবসায়ী লাভলু ইসলামকে মামলার ভয় দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগে জেলার কাজীপুর থানার দুই উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৭ মে) সকালে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এসব তথ্য নিশ্চিত করেন।

শ্যামল কুমার দত্ত বলেন, “পুলিশ সুপারের নির্দেশে তাদের প্রত্যাহার করে মঙ্গলবার রাতে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী লাভলু ইসলাম সোমবার (১৫ মে) সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (রাজশাহী) ও অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) অনুলিপি দেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে কাজীপুর থানার দুই এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার আরিফুর রহমান বলেন, “অভিযোগটি আমি পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!