• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

প্রকাশ্যে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০২:৫৫ পিএম
প্রকাশ্যে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুলাই) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাজবীর আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার উত্তর ফকিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

সাজাপ্রাপ্তরা হলেন সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের বড় মিয়া বাড়ির মৃত আবুল কালামের ছেলে আবু হাসান মোহাম্মদ মাসুম ওরফে ফরহাদ (৫০) এবং বানাবাড়িয়া গ্রামের শহীদুল্লার ছেলে মো. মোরসালিন হাসান ওরফে রাফিদ (২৪)।  

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ফকিরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রকাশ্যে অ্যালকোহল ও গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর আসামিদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আসামিদের একশ টাকা করে জরিমানা করা হয়।  

তাজবীর আহাম্মদ বলেন, অপরাধ স্বীকার করায় দুই আসামিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

Link copied!