• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অটোরিকশাচালক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০৪:২৫ পিএম
অটোরিকশাচালক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিএনজিচালিত অটোরিকশাচালক মামুন মিয়া হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ইম্মে সরাবন তহুরার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জেলার বন্দর উপজেলার শ্রীরামপুর দক্ষিণপাড়া গ্রামের হাফেজ মিয়ার ছেলে গাফফার এবং সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বাঘরি উত্তরপাড়া গ্রামের মাসুল হাসেমের ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, হত্যাকাণ্ডের মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

জানা যায়, ২০১২ সালের ৯ জুলাই উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া গ্রামের আনসর আলীর ছেলে মো. মামুন তার অটোরিকশাসহ নিখোঁজ হন। এ ঘটনায় ১১ জুলাই সোনারগাঁ থানায় মামুনের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলা করেন। এরপর ৫ সেপ্টেম্বর গাফফার ও মাসুদকে সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মামুনকে হত্যার কথা স্বীকার করেন তারা। তাদের স্বীকারোক্তিতে ওইদিন বন্দর উপজেলার কামারবো কুচিয়ামোড়া এলাকার একটি পুকুর থেকে নিখোঁজ মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Link copied!