• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিবিয়ার বন্যায় রাজবাড়ীর দুজনের মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০২:৩১ পিএম
লিবিয়ার বন্যায় রাজবাড়ীর দুজনের মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় রাজবাড়ী জেলার দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নিহতরা হলেন পাংশা উপজেলার ধোপাকেল্লা গ্রামের দুলাল খানের ছেলে সুজন খান (২৩) ও একই উপজেলার আরশেদ মণ্ডলের ছেলে শাহিন রেজা (৪০)।

রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, “বুধবার রাতে বিষয়টি জানার পর রাত ১০টার দিকে দুজনের পরিচয় জানতে পেরেছি।”

শাহিনের বাবা আরশেদ মণ্ডল বলেন, “১০ মাস আগে অনেক কষ্ট করে শাহিনকে লিবিয়াতে পাঠাই। সবকিছু ভালোই চলছিল। হঠাৎ ঘূর্ণিঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেছে আমার। লিবিয়ায় বন্যায় আমার ছেলে মারা গেছে। তাকে লিবিয়াতেই দাফন করা হয়েছে।”

সুজনের বড় ভাই জুবায়ের খান বলেন, “২০১৯ সালে সুজন লিবিয়াতে যায়। অনেক ছোট বয়স থেকে ও প্রবাসে থাকে। সংসারে ভরণপোষণও সে চালাত। হঠাৎ খবর পেলাম সুজন লিবিয়ায় ঘূর্ণিঝড়ে মারা গেছে।”

Link copied!