কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের হাতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।
নিহতরা হলেন, মোহাম্মদ আব্দুল্লাহ ও নাদির হোসেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লক এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এই দুই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
শামীম হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে এক দল দুষ্কৃতকারী ৪ নম্বর মধুরছড়া ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি নাদির হোসেনকে ঘর থেকে ডেকে রাস্তায় নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নাদির হোসেন ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি (কমিউনিটি লিডার)।
ওসি জানান, একইদিন ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ৭/৮ জনের এক দল রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে আব্দুল্লাহকে ঘর থেকে অস্ত্রের মুখে বের করে পাশে বাজারের রাস্তায় নিয়ে আসে। একপর্যায়ে আব্দুল্লাহকে রাস্তায় ফেলে বুকে উপর্যুপরি গুলি চালিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা।
শামীম হোসেন আরও জানান, খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ গুরুতর আহত গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্পের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর থেকে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।