• ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০, ৯ রমজান ১৪৪৫

গাঁজা সেবনের সময় দুই পুলিশ সদস্য ধরা, অতঃপর…


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৬:৫১ পিএম
গাঁজা সেবনের সময় দুই পুলিশ সদস্য ধরা, অতঃপর…

নওগাঁর কে ডি সরকারি উচ্চ বিদ্যালয়ে গাঁজা সেবনের সময় পুলিশের দুই সদস্যকে আটক করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের পুরাতন হোস্টেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল সুজন হোসেন ও আলম হোসেন। তাদের সঙ্গে আরও একজনকে আটক করা হলেও তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় কনস্টেবল সুজন ও আলম তাদের সঙ্গে থাকা পিস্তল হাতে নিয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে পুলিশ সদস্যদের ডিবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) সাফিউল সারোয়ার বলেন, তাদের ডোপ টেস্ট করতে দেওয়া হয়েছে। টেস্টে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হিসেবে কোনো ছাড় দেওয়া হবে না।

Link copied!