• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কেএনএফের আরও দুই সদস্য কারাগারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৪, ০৩:১৩ পিএম
কেএনএফের আরও দুই সদস্য কারাগারে

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৮ মে) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নূরুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন রুমার দার্জিলিং পাড়ার সিম বমের ছেলে এন্ডুসরেন্ট বম (২১) ও বোয়াল তিলং বমের ছেলে জিরসাং লিয়ান বম (৪১)।

এর আগে,  মঙ্গলবার তাদের রুমা উপজেলার দার্জিলিং পাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

আদালতের উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বলেন, রুমায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয়।

প্রিয়েল পালিত আরও বলেন, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত সন্দেহভাজন কুকি-চিন  ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গ্রেপ্তার ২৪ নারীসহ ৮৪ জন সদস্যকে কারাগারে এবং এদের মধ্যে ৮১ জনকে বিভিন্ন সময় পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

Link copied!