ফরিদপুরে ডাকাতি হওয়া একটি পিকআপ, গরু, নগদ টাকাসহ ডাকাতদলের দুই সদস্য আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর শরিয়তপুর জেলার ডামুড্যা থানার গরু ব্যবসায়ী মোতালেব মাতুব্বর কুষ্টিয়া থেকে গরুভর্তি পিকআপ নিয়ে নিজ এলাকায় যাচ্ছিলেন। এসময় ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ি রাস্তার মোড় হতে এগিয়ে বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ৮টার দিকে একদল ডাকাত পিকআপের গতিরোধ করে। এসময় পিকআপে থাকা ৬টি গরুসহ পিকআপ ও নগদ এক লক্ষাধিক টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে চলে যায়।
এ ঘটনায় গরু ব্যবসায়ী মোতালেব মাতুব্বর কোতয়ালি থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন। এরপর পুলিশ গত ১৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর হাসিবুল হাসান ওরফে জসিম মোল্যা (২৬) নামের এক আসামিকে আটক করেন। হাসিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াদ আলী খান (৫২) নামের আরও একজনকে আটক করা হয়।
আটক আসামি হাসিবুল হাসান ওরফে জসিম মোল্যা (২৬) ফরিদপুরের সালথা উপজেলার হারেস মোল্যার ছেলে। অপর আসামি ইয়াদ আলী খান (৫২) ফরিদপুরের আলফাডাঙ্গা থানার হাসেম খানের ছেলে।