• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

চাঁদাবাজ চক্রের ২ সদস্য গ্রেপ্তার


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০১:০৩ পিএম
চাঁদাবাজ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের গুলশান মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার আড়পাড়া গ্রামের ইউসুফ মন্ডলের ছেলে অহেদ আলী (৫৩) ও একই গ্রামের নূরুল ইসলামের ছেলে বাবুল আক্তার (৪৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্রের সদস্যরা কালীগঞ্জ উপজেলার শিবনগর গুলশান মোড় এলাকায় সব ধরনের গণপরিবহন থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভুয়া নাম মাত্র রশিদ দিয়ে অর্থ সংগ্রহ করে আসছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২ এর একটি গোয়েন্দা দল চাদাঁবাজ চক্রের এই ২ সদস্যকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, ২টি মোবাইল, ৪টি সিমকার্ড, টর্চলাইট এবং চাঁদাবাজির নগদ ১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছে। তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করে দ্রুত বিচার আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Link copied!