• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

যৌথ বাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৩:৫০ পিএম
যৌথ বাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত

বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জুলাই) সকালে রুমা সদর ইউনিয়নের সাইকট পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালে রুমা সদর ইউনিয়নের সাইকট পাড়া এলাকায় কেএনএফের সদস্যরা অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযানে চালায়। সেখানে পৌঁছালে আইনশৃঙ্খলা সদস্যদের লক্ষ্য করে কেএনএফের সদস্যরা গুলি চালানো শুরু করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় কেএনএফের দুই সদস্য নিহত হন।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এলাকাটি দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় নিহত কেএনএফ সদস্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, বুধবার সকালে রুমার সাইকট পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক না থাকায় নিহতদের মরদেহ উদ্ধার ও নাম-পরিচয় পাওয়া যায়নি। অভিযান চলছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!