• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৬:৪৯ পিএম
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের সুফির বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার আলীপুর দিঘীর পাঁড় এলাকার আব্দুল হান্নান ও শরীফুল ইসলাম। আব্দুল হান্নায় মোটরসাইকেল ভাড়ায় চালাতেন।

প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম জানান, আব্দুল হান্নান মোটরসাইকেলে শরীফুল ইসলামকে নিয়ে ভোমরার দিকে যাচ্ছিলেন। সুফির বাঁশতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুল হান্নান। স্থানীয়রা শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

Link copied!