• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুজনের মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪, ০৬:৫৬ পিএম
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

নিহতরা হলেন সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) এবং সদর উপজেলার ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)।

এদিকে সাপের কামরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। তারা হলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কনিকা (১৭) ও ইভা (২১)।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, দেবাশিষ ও রাজনকে সাপে দংশন করলে বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই মারা যান তারা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সাপে কাটা দুজন রোগীর মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, “সাপে কামড়ানো রোগী হাসপাতালে আসার পরপরই ভ্যাকসিন দেওয়া হয়। তবে হাসপাতালে আনতে দেরি হলে মৃত্যুর শঙ্কা থেকে যায়।“ তাই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!