গোপালগঞ্জের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মারুফ ও বাইজিদ।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাগেরহাটের মোড়লগঞ্জে ফিরছিলেন মারুফ ও বাইজিদ। পথে চন্দ্রদিঘলিয়ায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।