• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত, আহত ২৫


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০১:০৩ পিএম
বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত, আহত ২৫

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল পৌনে আটটার দিকে নগরকান্দার বাশাবগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আগত আরিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) পরিবহনের বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকের সাথে এ সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত নিহত হন। ওই বাসে থাকা অন্তত  ২৫ যাত্রী এ সময় আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানান, “আমরা সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতর অন্য কোনো যাত্রী রয়েছে কি না সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়। 

ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে বলে তিনি জানান।

এদিকে সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!