• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তিপণের টাকা আনতে গিয়ে দুই অপহরণকারী গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৯:৪৪ পিএম
মুক্তিপণের টাকা আনতে গিয়ে দুই অপহরণকারী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় কুতুব উদ্দিন (৩১) নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপণের টাকা আনতে গিয়ে দুইজন গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৪ জুলাই) রাতে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাস স্টেশন থেকে অপহৃত যুবককে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

কুতুব উদ্দিন উপজেলার খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেধাকচ্ছপিয়া গ্রামের নুরুল আলমের ছেলে।

গ্রেপ্তাররা হলেন চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিমান বন্দর পাড়ার ওবায়দুল হকের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) একই এলাকার নুরুল আলমের ছেলে সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০)।

ওসি জাবেদ মাহমুদ বলেন, “সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে হারবাংয়ের উদ্দেশে রওনা দেন কুতুব উদ্দিন। চিরিঙ্গা বাস স্টেশনে নামার পর টেম্পুতে করে হারবাং যাওয়ার জন্য অপেক্ষা করেন। এ সময় ৫ যুবক এসে কুতুব উদ্দিনকে কথা আছে বলে পাশ্ববর্তী একটি ফাঁকা বিল্ডিং ঘরে নিয়ে যান। পরে তার কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা দিতে অপারগ হলে তার পকেটে থাকা টাকা ও মোবাইল হাতিয়ে নেন। পরে মোবাইলে বিকাশ একাউন্টে থাকা ৩৫ হাজার টাকা পিনকোড নিয়ে উঠিয়ে নেন। তার মোবাইল থেকে স্ত্রীর কাছে আরও তিন লাখ টাকা দাবি করেন।

বিষয়টি কুতুর উদ্দিনের ভাইকে জানানোর পর তারা থানায় অবহিত করেন। চকরিয়া থানা পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে বিকাশের দোকানে আসতে বলেন। দোকানে এলে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেপ্তার ও তাদের হেফাজতে থাকা কুতুব উদ্দিনকে উদ্ধার করে।  

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং অপহরণকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!