• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

দুই ভারতীয় নাগরিক আটক


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ১১:০৪ এএম
দুই ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউতলা এলাকা তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন ভারতের ত্রিপুরা  রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়া ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার সাংবাদিকদের জানান, আটকরা অবৈধ পথে বাংলাদেশে আসে। ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে আসে বলে বিজিবিকে জানিয়েছেন।

 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!