নীলফামারীর কিশোরগঞ্জে পৃথকস্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের স্বামীকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রামে ও একই উপজেলার পুটিমারি ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রামের বাসিন্দা সুরুজ মিয়ার স্ত্রী বিউটি বেগম (২৮) ও পুটিমারি ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ি হালকাপাড়া গ্রামের বাসিন্দা সাদ্দাম আলীর স্ত্রী রুনা বেগম (২৫)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে কয়েকদিন ধরে ঝগড়াঝাটি চলছিল বিউটি বেগমের। এর মধ্যে গতকাল রাতে বিউটি বেগম পাশের শোয়ার ঘরে ঘুমাতে যান। মধ্যরাতে সেই ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে পরিবারের লোকজন গিয়ে বিছানায় তার নিথর দেহ দেখতে পান। তা দেখে শ্বশুরবাড়ির লোকজন বিউটি বেগমের বাবা-মাকে খবর দিলে তারা এসে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিউটি বেগমের স্বামীকে আটক করেছে পুলিশ।
অপরদিকে রুনা বেগমের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গতকাল রাতে রুনা বেগম তার স্বামীর সঙ্গে ঝগড়া করে ঘুমাতে যান।
শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিউটি বেগমের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।