• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

মসজিদ দখলে নিতে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০২:১৫ পিএম
মসজিদ দখলে নিতে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ

নাটোরে মারকাজ মসজিদ দখলে নেওয়াকে কেন্দ্র করে তাবলিগ জামার দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নাটোর শহরতলির তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে দুপুর ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ এখনো চলমান রয়েছে।

এ ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। 
 

Link copied!