বগুড়ায় শেরপুরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ছবি তুলতে গিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শুভ ইসলাম (২০) এবং একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)। এ সময় সাগর (২০) নামে একজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরইল থেকে মির্জাপুর স্কুলে নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলতে যান। ছবি তুলে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে শুভ ইসলাম ও হৃদয় হাসান ঘটনাস্থালেই মারা যান।
এ সময় মোটরসাইকেলের চালক সাগর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান । পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।