• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

দুই ওষুধ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৬:৪৩ পিএম
দুই ওষুধ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার উপজেলার আসমানখালী বাজারে দুই ওষুধ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্যবসা কেন্দ্র পরিদর্শনের সময় অসংগতি ধরা পড়ায় ওই দুই প্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, আসমানখালী বাজারের হক ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নানকে ৫০ হাজার টাকা এবং শিলু স্টোরের মালিক শিলুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ওষুধ তাৎক্ষণিক পুড়িয়ে নষ্ট করা হয়। 

Link copied!