• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

১ নারীসহ ২ মাদক কারবারি আটক


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০২:২৪ পিএম
১ নারীসহ ২ মাদক কারবারি আটক

সুনামগঞ্জের ধর্মপাশায় ১ নারীসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

সোমবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কংশ নদীর লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার দজনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তুহিন মিয়া (২৯) ও একই এলাকার বিঞ্চাহরি গ্রামের বাছির মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে কংশ নদীর তীরে লঞ্চঘাট এলাকায় সকাল সাড়ে ৬টায় এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহের নির্দেশনায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। 
 

Link copied!