• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইসেন্স না থাকায় দুই ক্লিনিক সিলগালা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৪:৩৫ পিএম
লাইসেন্স না থাকায় দুই ক্লিনিক সিলগালা

টাঙ্গাইলে লাইসেন্স না থাকায় দুটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিক দুটির মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দেওলা ও সাবালিয়া এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বিন-মোহাম্মাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

হাসান বিন-মোহাম্মাদ আলী জানান, বৈধ কাগজপত্র না থাকায় শহরের দেওলা এলাকার ফেয়ার হসপিটাল এবং সাবালিয়া এলাকার রেহানা মর্ডান হসপিটাল সিলগালা করা হয়।

এছাড়া ফেয়ার হসপিটালের তিন মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা এবং রেহানা মর্ডান হসপিটালের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!