• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ড


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৬:০১ পিএম
শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে জখম ও দুই শিশুকে হত্যার দায়ে ইলিয়াস পহলান (৩৫) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইলিয়াস পহলান বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেন পহলানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা শিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট বৃহস্পতিবার রাতে ইলিয়াস পাহলান তার শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণ করতে বাধা দিলে শ্যালিকাকেও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তিনি। এ সময় ঘরে থাকা তার তিন বছরের সন্তান তাইফা এবং প্রতিবেশীর ছেলে হাফিজুলকে (১০) কুপিয়ে হত্যা করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি রনজুয়ারা শিপু বলেন, “এই যুগান্তকারী রায়ে বাদী ও রাষ্ট্র সন্তুষ্ট। আসামির আইনজীবী না থাকায় আদালত আইনজীবী এম মজিবুল হক কিসলুকে ইলিয়াসের পক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেন। আমি সাধ্যমতো মামলা পরিচালনার চেষ্টা করেছি। আসামি জেল কোড অনুযায়ী হাইকোর্টে আপিল করতে পারবেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!